Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পঞ্চবার্ষিকী পরিকল্পনা

 ২০১১ ইং সালের জুলাই থেকে ২০১২ইং জুন পর্যন্ত

 

১.  গিলাবাড়ীয়া গনজের বাড়ী হতে তৈয়বের বাড়ী পর্যন্ত রাস্তা ব্যাটস ফিলিং।

২.  গিলাবাড়ীয়া আজিজ খার বাড়ী হতে আমির খার বাড়ী পর্যন্ত রাস্তা ব্যাটস ফিলিং।

৩. বেড়বাড়ীর মাধ্যামিক বিদ্যালয়ের শহীদ মিনার তৈরী।

৪.  ফকিরাবাদ জামে মসজিদ সংস্কার।

৫.  কোরাপাড়া কালী মন্দির সংস্কার।

৬.  গিলাবাড়ীয়া কালী মন্দির সংস্কার।

৭.  খাজুরা পূর্বপাড়া  নুর মোহাম্মদ বাড়ী সংলগ্ন জামে মসজিদ সংস্কার।

৮.  গয়েশপুর ঈদগাহ টাইসদ্বারা উন্নয়ন।

৯.  ভড়ুয়াপাড়া আলতাফের দোকান হতে আলোমের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।

১০.  ভড়ুয়াপাড়া দক্ষিণ পাড়া জামে মসজিদ অঙ্গিনায়  মাটি দ্বারা ভরাট।

১১. ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরীব কৃষকদের মধ্যে স্প্রে মেশিন বিতরণ ৪০টি।

১২.  গিলাবাড়িয়া আমির খার বাড়ী হতে উত্তর মাঠ তারিকের বোরিং পর্যন্ত রাস্তা সংস্কার।

১৩. পাগলাকানাই ইউনিয়ন পরিষদে ১টি ফটোষ্ট্যাট মেশিন ক্রয়।

১৪. বাড়ীবাথান ছাত্তারের বাড়ী হতে রাজ্জাক চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত রাস্তা মেগাডাম

১৫. বেড়বাড়ী হাই স্কুলের রড ক্রয়।

১৬. দরিদ্র কৃষকদের মধ্যে স্প্রে মেশিন বিতরন ১৭টি।

১৭.  বিভিন্ন গ্রাম নলকূপ প্রদান ৫টি।

১৮. দরিদ্র পরিবারের মধ্যে ল্যাট্রিন বিতরন ১৪টি।

১৯. কোরাপাগা শফির দোকান হতে আব্দুল্লার বাড়ী পর্যন্ত রাস্ত

২০. ভড়ুয়াপাড়া আক্ণকের দোকান হতে ছবেদ মন্ডলের বাড়ী পর্যন্ত রাস্তা মেগাডাম করণ।

২১. গয়েশপুর কাদের সামের বাড়ী হতে মিলনের বাড়ী পর্যন্ত ও কোরা পাড়া মল্লিকের বাড়ী হতে আজিত বাড়ি পর্যন্ত রাস্তা মেগাডম করণ।

২২. গিলাবাড়ীয়া ছব্দুল বিশ্বাসসের ড়ী হতে তজির বিশ্বাসের বাড়ী  ও বড় খাজুরার মেম্বারের বাড়ী হতে শাহবাঢ়ী মসজিদ পর্যন্ত ও চরখাজুরার বাবর আলী বাড়ী হতে রুহুল মেম্বাবেরর বাড়ী পর্যন্ত রাস্তা মেগাডাম করণ।

২৩. বাড়ীবাথান উজিরের বাড়ী হতে বাবলু মুন্সীর বাড়ী  পর্যন্ত রাস্তা মেগাডাম করণ।

 

 

২০১২ ইং সালের জুলাই থেকে ২০১৩ ইং সালের জুন পর্যন্ত

1. ভড়ুয়াপাড়া রইচ মোল্লার বাড়ী হতে মগরব মন্ডলের বাড়ী পর্যন্ত রাস্তা মেগাডোম করন।

2. বাড়ীবাথান আ: গফুর হাজীর বাড়ী হতে হবিবারের বাড়ী পর্যন্ত রাস্তা মেগাডাম করণ ।

3. বেড়বাড়ী ঈদগাহ হইতে গফুর মালিতার বাড়ী পর্যন্ত রাস্তা মেকাডম।

4. বানিয়াকান্দর তফসেরর বাড়ী হইতে গফুর মালিতার বাড়ী পর্যন্ত রাস্তা মেকাডাম।

5. গিলাবাড়িয়া নজিরের বাড়ী হইতে মানিকের বাড়ী পর্যন্ত রাস্তা মেকাডম।

৬. ইউনিয়নের বিীভন্ন গ্রামে ১২টি পরিবারের মধ্য নলকুপ স্থাপন।

৭. ইউনিয়নের ৮টি প্রাথমিক বিদ্যালয়ের জোরা বেঞ্জ সরবরাহ।

৮. ইউনিয়নের বাজেট।

৯. তথ্য ও প্রযুক্তি।

১০. ইউনিয়নের তথ্য ও সেবা কেন্দ্রের ল্যাপটপ ক্রয়।

 

২০১৩ সালের জুলাই থেকে ২০১৪ ইং সালের জুন পর্যন্ত 

১. গিলাবাড়িয়া শহিদের দোকান হইতে কাশেখালী ব্রীজ পর্যন্ত রাস্তা সংস্কার।
২. বাড়ীবাথান রশিদের বাড়ী হইতে বিশারতের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।

৩. গয়েশপুর দুলালের বাড়ী হইতে আনিচের বাড়ী রাস্তা সংস্কার।

৪. ভড়ুয়াপাড়া মগরবের বাড়ী হইতে জাহাঈীরের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।

২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ইং সালের জুন পর্যন্ত

1. গিলাবাড়ীয়া মিয়ার বাড়ী হইতে ফরিদ মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান ।

2. বেড়বাড়ী শহীদুলের বাড়ির পাশ হইতে জামালের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

3. বাটুলএর  বাড়ী হইতে শাহাজামালের বাড়ী উমরের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত ।

4.বানিয়াকান্দর  বাটুল এর বাড়ী হইতে উমরের পর্যন্ত রাস্তা মেরামত ।

5. বানিয়াকান্দর ৪ নং ওয়ার্ড জামে মসজিদ উন্নয়ন ।

২০১৫ সালের জুলাই থেকে - ২০১৬ইং সালের জুন পর্যন্ত

1. ভড়ুয়াপাড়া শহীদের বাড়ী হইতে বাড়ীবাথান মুন্সির পর্যন্ত রাস্তা নির্মান ।

2. বাটিকামাড়ি মৌজার ফয়েজের বাড়ী হইতে রুহুলের বাড়ী পর্যন্ত রাস্তার মেরামত ।

3. বেড়বাড়ী হাই স্কুল জামে মসজিদ উন্নয়ন।

4. ভড়ুয়াপাড়া বাজারে ইউ ড্রেন স্থাপন ।

5. কোরাপাড়া ৭ নং ওয়ার্ড জামে মসজিদ উন্নয়ন ।

6. খাজুরা গণ স্বাস্থ্য কেন্দ্র উন্নয়ন ।